ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির

প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর উড়ছেন স্কট ম্যাকটমিনে। নাপোলিতে যোগ দেয়ার পর দ্বিতীয় শিরোপা জিতলেন এই স্কটিশ মিডফিল্ডার। গত রাতে (২২ ডিসেম্বর) সুপারকোপা ইটালিয়ানার (ইতালিয়ান সুপারকাপ) ফাইনালে বোলোনিয়াকে হারিয়েছে নাপোলি। দুই অর্ধে দুই গোল করে নাপোলিতানদের শিরোপা জয়ের নায়ক অবশ্য এক ব্রাজিলিয়ান।

সোমবার (২২ ডিসেম্বর) সৌদি আরবের রিয়াদের আল-আওয়াল পার্কে ইতালিয়ান সুপারকাপের ফাইনালে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে নাপোলি। সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে জোড়া গোল করেছেন ডেভিড নেরেস।

এদিন বলের দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল নাপোলি। ১৬টি শট নিয়ে ৯টিই লক্ষ্যে রেখেছিল আন্তোনিও কন্তের শিষ্যরা। অন্যদিকে বোলোনিয়া ৫১ শতাংশ বল দখলে রেখে ১১ শটের মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না নাপোলি। অবশেষে ৩৯ মিনিটে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। মাঝমাঠের একটু ওপরে ডান প্রান্তে বল পান ডেভিড নেরেস। কিছুটা দৌড়ে ডি-বক্সের কাছাকাছি এসে বাঁ পায়ের রেইনবো কিকে দর্শনীয় গোলে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান।

এই গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের ধারাতেই খেলা এগুচ্ছিল। কিন্তু ভুলের মাশুল দিয়ে দ্বিতীয় গোলটি হজম করে বোলোনিয়া।

বোলোনিয়ার সেন্টারব্যাক হেগেম প্রেসিংয়ের মুখে ব্যাকপাস দিয়েছিলেন গোলরক্ষক ফেদেরিকো রাভাগ্লিয়াকে। চাপের মুখে তিনি বল বাড়ান লুচুমির দিকে। কিন্তু সুযোগসন্ধানী নেরেস দ্রুত এগিয়ে বল কেড়ে নেন, এরপর একাকী গোলরক্ষককে পরাস্ত করতে খুব বেশি বেগ পেতে হয়নি এই ব্রাজিলিয়ানকে।

ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল নাপোলি। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি ফরোয়ার্ডরা।

এটি ইতালিয়ান সুপার কাপে নাপোলির তৃতীয় শিরোপা। ২০১৪ সালের পর ফের এই শিরোপা জিতল নাপোলিতানরা।

২০২৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নাপোলিতে যোগ দেয়ার পর প্রথম মৌসুমে সিরি আ’র শিরোপা জিতেছিলেন ম্যাকটমিনে। দ্বিতীয় মৌসুমে জিতলেন সুপারকাপ। গত মৌসুমের পারফরম্যান্সে সিরি আ’র সেরা খেলোয়াড়ের পুরস্কারও ঘরে তুলেছিলেন তিনি। এছাড়া ব্যালন ডি’অরে হয়েছেন ১৮তম। কিছুদিন আগে স্কটল্যান্ডকে ২৮ বছর পর তুলেছেন বিশ্বকাপের মঞ্চে। সব মিলিয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন এই স্কটিশ মিডফিল্ডার।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৫   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর
ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির
ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
প্রথমবার মেসি বনাম ইয়ামাল
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ