
ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আর এ ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি জামালপুর জেলা স্কুলে অধ্যয়নকালের ব্যাচ- ৯০ এর বন্ধু মহল।
শুক্রবার(১ জুলাই) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কুলপল আশ্রায়ন প্রকল্পে এবং পিংনা ইউনিয়নের নলসোন্দা চরাঞ্চল এলাকায় ৫’শতাধিক ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী মধ্যে ছিল চাল ১০কেজি, আলু ২কেজি, মুসুরের ডাল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১কেজি, লবণ ১কেজি,মিনারেল ওয়াটার ২লিটার, সুজি ৫০০ গ্রাম , টোস্ট বিস্কুট ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম, গুঁড়োদুধ ৫০০ গ্রাম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০০টি, ওরস্যালাইন ৫টি, স্যানিটারি ন্যাপকিন ১ প্যাকেট ও বড় ১টি ডেটল সাবান।
এসময় ডাঃ মুরাদ হাসান এমপি’র ব্যাচ- ৯০ এর বন্ধু মহলের যারা উপস্থিত ছিলেন তারা হলেন, সামিউল আজম টফি, রফিকুল ইসলাম সোহেল, উজ্জ্বল হায়াত, যুবরাজ, জাহাঙ্গীর মোল্লা ও ইমতিয়াজ হোসেন শাকিল সহ ডাঃ ঈশা চৌধুরী প্রমুখ।
এছাড়াও ত্রাণসামগ্রী বিতরণে সহযোগিতা করেন পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সহ-সভাপতি আব্দুর রহিম, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক,সাধারণ সম্পাদক সেলিম আল মামুন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২০:১২:০২ ১৭৪ বার পঠিত