ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড়ের গাজীর বটতলা নামক স্থান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক বয়স ২২ হবে বলে ধারণা করা হচ্ছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক পিযুজ চন্দ্র জানায়, সকালে কচুরিপানার মধ্য থেকে লাশটি দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
অন্য কোথায় হত্যার পর মরদেহ রাস্তার পাশে কচুরিপানার মধ্যে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩৭:৪৯ ৪৩৭ বার পঠিত