হাথুরুর সঙ্গে কথা হয়েছে বিসিবির, আসতে পারেন ঢাকায়

প্রথম পাতা » খেলাধুলা » হাথুরুর সঙ্গে কথা হয়েছে বিসিবির, আসতে পারেন ঢাকায়
শনিবার, ১১ নভেম্বর ২০১৭



---এক মাস আগে পদত্যাগ পত্র পাঠিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে ওই পথেই অস্ট্রেলিয়া চলে গেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর থেকে বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছিলো না বিসিবি। তবে আগের অবস্থান পাল্টেছেন এ শ্রীলঙ্কান কোচ। বিসিবির যোগাযোগে সাড়া দিয়েছেন তিনি। বিসিবির কথা হয়েছে তার সঙ্গে। তবে কী কথা হয়েছে তা জানাতে চাননি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

হাথুরুকে কী সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার অনুরোধ করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন,‘ ওর সঙ্গে যোগাযোগ করছেন বিসিবির সিইও। হাথুরু ঢাকায় আসতে পারেন। তবে কবে আসবেন তা জানিনা। হাথুরুর সঙ্গে আরো কী কথা হয়েছে, আমি বলতে চাচ্ছি না।’ জালাল ইউনুস না বললেনও মনে করা হচ্ছে, হাথুরুকে সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। গত বছরও একবার পদত্যাগ করতে চেয়েছিলেন হাথুরু। বিসিবি তখন বুঝিয়ে সুজিয়ে বাংলাদেশ দলের সঙ্গে থাকতে রাজি করিয়েছিলেন তাকে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবার তার ফেরার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানও সেটা মনে করছেন। এ কারণে নতুন কোচের দিকেও অগ্রসর হচ্ছে বিসিবি।

তবে কোচ নির্বাচনে মোটেও তাড়াহুড়ো করা হবে না বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন,‘ ভালো মানের কোচ পাওয়া সহজ ব্যাপার নয়। আমরা মোটেও তাড়াহুড়ো করতে চাই না। আপাতত দেশিয় কাউকে দিয়ে অর্ন্তবর্তিকালীন দায়িত্ব চালিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে আমরা ভালো মানের মানের একজন বিদেশি কোচ খুঁজবো। আমরা উপমহাদেশের কোচকে অগ্রাধীকার দিতে চাই। যাতে এই কন্ডিশনের সঙ্গে সহজেই তিনি খাপ খাইয়ে নিতে পারেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:০২   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ