ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের

প্রথম পাতা » খেলাধুলা » ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১



---

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। বৃহস্পতিবার দিনের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই ফিরে গেছেন লিটন দাস। জোমেল ওয়ারিক্যানের বলে বোল হওয়ার আগে ৬৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সংগ্রহ বাড়ানোর চেষ্টা করছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফিরেই তুলে নিয়েছেন অর্ধশতক। বিশ্বসেরা অল রাউন্ডারের ক্যারিয়ারের ২৫তম অর্ধশতক এটি।

শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২৬৭ রান। ১১০ বলে ৫০ রান করেছেন সাকিব। অন্যদিকে ১৫ বলে ৯ রান তুলেছেন মিরাজ।

এর আগে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৪২ রান সংগ্রহ করে বাংলাদেশ। সাকিব আল হাসান ৩৯ রানে ও লিটন দাস ৩৪ রানে অপরাজিত ছিলেন। সাদমান ইসলাম তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে তামিম ইকবাল ৯ রান করে ফেরেন সাজঘরে। ২৫ রান করে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক মুমিনুল হক দীর্ঘ সময় উইকেটে ছিলেন। মুখোমুখি হন ৯৭ বলের। তবে তার ইনিংসটা ২৬ রানের বেশি এগোয়নি। মুশফিকুর রহিমের ইনিংস থামে ৩৮ রানে।

বাংলাদেশ সময়: ১১:০৫:৫১   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ