মাশরাফির টোটকাতেই ছয়ে নামেন ইমরুল

প্রথম পাতা » খেলাধুলা » মাশরাফির টোটকাতেই ছয়ে নামেন ইমরুল
সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮



প্রথম ম্যাচ গুলোতে লিটন-শান্তর ভরাডুবির জন্য হঠাৎ করেই দুবাইতে আনা হয় ইমরুল কায়েস এবং সৌম্য সরকারকে। ঘটা করে দুজনকে আনার মানেই ছিল মূল একাদশে থাকবেন যেকোন একজন। শেষ পর্যন্ত জায়গা পেয়ে গেলেন ইমরুল কায়েস।

কিন্তু ইমরুলের ব্যাটিং পজিশনটা ছিল অনেকটা হুমড়ি খাওয়ার মত। কারণ সচরাচর তিনের পরে তাকে নামানো হয় না। ক্যারিয়ারে প্রথমবার ছয় নম্বরে ব্যাট করতে নামলেন তিনি। নেমেই করলেন বাজিমাত। তবে ইমরুলের এই ছয়ে নামার টোকটাই ছিল টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।

আফগানিস্তানের কাছে প্রথম দেখায় তাদের স্পিন ঘূর্ণিতেই হেরেছিল বাংলাদেশ। যার জন্য ম্যাচের আগেই আফগান বোলারদের সামলানোর ছক আঁকলেন মাশরাফি। অবশ্য আগের ম্যাচে হারার পর অধিনায়ক জানিয়ে রেখেছেন যে,‘ওই ম্যাচের মাধ্যমে আমরা আফগানদের কৌশল গুলো আরো বুজতে পেরেছি। পরের ম্যাচ ভুল গুলো শুধরে মাঠে নামবো।’

যেই কথা সেই কাজ। ইমরুল আসাতেই মাশরাফির মাথায় আসে যে আফগান স্পিনার রশীদ খানকে চাপছাড়াই খেলতে পারবেন ইমরুল। কারণ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেটে রশিদ খানের বলে খেলেছেন ইমরুল। তাছাড়া ইমরুল যথেষ্ট অভিজ্ঞ। তাই ইমরুলের অভিজ্ঞতা দিয়েই রশিদকে ঠেকাতে চেয়েছেন অধিনায়ক। যার জন্য ছয় নম্বর পজিশনে নামানো হয় তাকে।

যার ফলাফল মাঠেই দিয়ে দিল ইমরুল কায়েস। খুব স্বস্তি নিয়েই হেসে খেলে রশিদ খানের বল পেটালেন তিনি। টিকে ছিলেন বাংলাদেশের ইনিংসের শেষ পর্যন্ত। দীর্ঘদিন পরে মাঠে ফিরেই খেললেন ৭২ রানের ইনিংস, উপহার দিলেন লড়াই করার মত স্কোর।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২১   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ