ফরিদপুরের মধুখালীতে ২০৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি এলাকায় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— নাম মানিক সরদার (৩৮), পিতা আলাউদ্দিন সরদার, গ্রাম-ভবদিয়া, সজিব হোসেন (৩২), পিতা নাজিবুর রহমান, গ্রাম- ধনচি, থানা জেলা রাজবাড়ি।
মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ সিগন্যাল দিলে প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যাওয়ার জন্য নওপাড়া সড়কে ঢুকে দক্ষিণ নওপাড়া এলাকার একটি পুকুরের মধ্যে ফেন্সিডিল ফেলে প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ প্রাইভেটকারসহ দুইজনকে আটক করে।
আটককৃতরা জানান, তারা ফেন্সিডিলের চালানটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ ব্যাপারে আটককৃতদের নামে মধুখালী থানায় একটি মাদক মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৪ ২০৮ বার পঠিত