বিএসএমএমইউ’র চর্ম ও যৌনরোগ বিভাগে ১০টি আধুনিক বিছানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএসএমএমইউ’র চর্ম ও যৌনরোগ বিভাগে ১০টি আধুনিক বিছানা
শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮



---বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগে পুরুষ ও মহিলা ওয়ার্ডে নতুন ১০টি আধুনিক বিছানার সংযোজন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রোগীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১০ শয্যাবিশিষ্ট ওয়ার্ডের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।

ঢাকার মিরপুরে শেখ ফজিলাতুন্নেসা ইসলামিক মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মিসেস দিলরুবা হোসেন রোগীদের চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই শয্যাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেন।

আধুনিক শয্যাগুলো অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মিসেস দিলরুবা হোসেনের পক্ষে তাঁর স্বামী শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান মো. রেজাউল করিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার উপস্থিতিতে হস্তান্তর করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মিসেস দিলরুবা হোসেনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে বিএসএমএমইউয়ের চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম আরো উন্নত ও সমৃদ্ধ হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, বিএসএমএমইউয়ের স্টিভেন্স জনসন সিনড্রম, সোরিয়াট্রিক আর্থপ্যাথি, ওষুধজনিত প্রতিক্রিয়াসহ বিভিন্ন জটিল চর্মরোগে আক্রান্ত রোগীরা ভর্তি হয়ে থাকেন। এসকল রোগীদের লিফটিং (উঠানামা) সুবিধাসহ আধুনিক বেডের প্রয়োজন। যা আজকে সংযোজিত হওয়ায় রোগীদের প্রভূত কল্যাণ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

অনুষ্ঠানে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক ডা. মো. কামরুল হাসান জায়গীরদার, অধ্যাপক ডা. লে. কর্নেল (অব.) মো. আব্দুল ওয়াহাব, সাবেক সিনিয়র কনসালট্যান্ট ডা. দীপক কুমার দাসহ ওই বিভাগের সম্মানিত শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৫   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ