শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ধন্যবাদ কুড়ালো বিইউবিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ধন্যবাদ কুড়ালো বিইউবিটি
সোমবার, ১৩ নভেম্বর ২০১৭



---শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্প্রতি পৃথক দুটি চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তর করায় ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। গুণগতমান সম্পন্ন শিক্ষা-গবেষণা-ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে শক্ত ভিত্তি অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

জিন্নাত রেহানা, উপ-সচিব, শিক্ষা মন্ত্রণালয় স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী যে সকল বিশ্ববিদ্যালয় শর্ত মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তর করেছে, সে সকল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।’

জেসমিন পারভীন, উপ পরিচালক, ইউজিসি স্বাক্ষরিত চিঠতেও অনুরূপ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অল্প সময়ের মধ্যে দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজেদের অবস্থান দেখে এটাকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এ এফ এম সারওয়ার কামাল এবং বিইউবিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিকসহ বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য এবং বিইউবিটি’র উপাচার্য প্রফেসর এম. আবু সালেহ বিইউবিটি’র বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৯:৫০:১৬   ৫৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ