ফরিদপুরে সাবেক কনিষ্ঠ অডিটর গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সাবেক কনিষ্ঠ অডিটর গ্রেপ্তার
সোমবার, ১৩ নভেম্বর ২০১৭



---সরকারি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার হিসাব রক্ষণ কার্যালয়ের সাবেক কনিষ্ঠ অডিটর মো. শামসুল হককে গ্রেপ্তার করেছে দুদুক।

সোমবার বিকালে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লা হতে গ্রেপ্তার করে সন্ধ্যায় জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।

মো. শামসুল হক রাজবাড়ি সদরের সজ্জনকান্দা এলাকার মৃত মো. মফিজউদ্দিন মিয়ার ছেলে। তিনি সর্বশেষ রাজবাড়ীর পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর হিসেবে কর্মরত ছিলেন।

দুর্নীতি দমন সমন্বিত ফরিদপুর জেলা কাযালয় সূত্রে জানা গেছে, মো. শামসুল হক ২০০২ সালের ১৮ মে থেকে ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত বালিয়াকান্দির হিসাব রক্ষণ কার্যালয়ে অডিটর পদে নিয়োজিত থাকা অবস্থায় দুটি ভুয়া প্রভিডেন্ট ফান্ড (ভবিষ্য তহবিল)-এর মাধ্যমে সরকারি ১৭ লাখ ৩৭৮ হাজার টাকা আত্মসাৎ করেন। এই অভিযোগে গত ১৩ জুলাই বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন দুদকের ফরিদপুর কার্যালয়ের ডিএডি শামসুল আরিফিন।

ওই মামলার পর থেকে মো. শামসুল হক আত্মগোপনে চলে যান। তবে তার বিরুদ্ধে দুদকে মামলা হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক ফরিদপুরের উপ-পরিচালক ফজলুর হক সোমবার সন্ধ্যায় বলেন, গোপন সংবাদে সোমবার বিকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা হতে মো. শামসুল হককে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় তাকে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মাসুদ আলীর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ফরিদপুর জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ী জেলখানায় হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, এর আগে পাংশায় একইভাবে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক তার বিরুদ্ধে একই অভিযোগে আরেকটি মামলা করে। গত অক্টোবরে ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেয় দুদক।

বাংলাদেশ সময়: ২০:৩২:১৫   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ