সুষ্ঠু ও অবাধ নির্বাচনে আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুষ্ঠু ও অবাধ নির্বাচনে আশ্বাস প্রধানমন্ত্রীর
রবিবার, ৪ নভেম্বর ২০১৮



প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের আশ্বাস দিয়ে আশা প্রকাশ করেছেন যে, গত ১০ বছরের উন্নয়ন ও অগ্রগতির মূল্যায়ন করে দেশের জনগণ আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করবে।
আজ সন্ধ্যায় গণভবনে ১৪ দলীয় জোটের এক সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটাধিকার প্রয়োগ জনগণের গণতান্ত্রিক অধিকার। তাই আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন হবে, এ নিয়ে কোন সংশয় নেই।’
আওয়ামী লীগ সভাপতি আরো আশা প্রকাশ করেন যে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নিবন্ধিত রাজনৈতিক দল ও জোটসমূহ গঠনমূলক ভূমিকা রাখবে।
তিনি বলেন, গত ১০ বছরে সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি তাঁর দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’য় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন যে, দেশ পরিচালনা, আইন-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সরকারের সাফল্য মূল্যায়ন করে জনগণ আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করবে।
বিএনপি-জামায়াত আমলের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও অর্থ পাচারের কালো অধ্যায়ের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আবার ক্ষমতায় এলে বাংলাদেশ আবারো সেই ধরনের অপরাধের দেশে পরিণত হবে।
তিনি বলেন, ‘বিএনপি আবার ক্ষমতায় এলে জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হবে এবং তাদের ভাগ্য পরিবর্তন হবে না।’
বর্তমান সরকারের ১০ বছর শাসনকালে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ সময়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে, জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে এবং দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমেছে।’
প্রধানমন্ত্রী বলেন, জনগণ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা বিশ্বাস করে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ উন্নত হয়।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করলে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।’

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৪   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ