ময়মনসিংহে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » ময়মনসিংহে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন
মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮



জেলায় আজ কর অঞ্চলের আয়োজনে ‘উন্নয়ন ও উত্তরণ- আয়করের অর্জন, আয়করে প্রবৃদ্ধি- দেশ ও দশের সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী আয়কর মেলার শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ টাউন হল জিমনেসিয়ামে সপ্তাহব্যাপী এ আয়কর মেলা উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ড (কর নীতি) সদস্য কানন কুমার রায়। কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহের সর্বোচ্চ করদাতা খন্দকার মাহবুব আলম, সর্বোচ্চ করদাতা ফজলুল হক হজন, চেম্বার্স অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট শংকর সাহা প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা আয়কর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এসময় তারা বিভিন্ন স্টলে সরকারি-বেসরকারি সংস্থার নিজস্ব আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিস্ট্রেশন ও রিটার্ন গ্রহণ, ই-পেমেন্ট কার্যক্রমে সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। ১৩ থেকে ১৯ তারিখ পযর্ন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার মোট ২২টি স্ট্রল অংশ নেয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিভাগের বিভিন্ন জেলার সেরা করদাতার সম্মাননা প্রপ্ত সদস্যগণ, ব্যবসায়ী সংস্থার নের্তৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৩৪   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বঙ্গবন্ধুর জীবন এক বৃহৎ মহাকাব্য - কৃষিমন্ত্রী
উন্নয়ন প্রকল্পগুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়নের তাগিদ কৃষিমন্ত্রীর
নীলফামারীর ডোমারে বিএডিসি’র খামার পরিদর্শন করেন কৃষিমন্ত্রী
তেলের পর বাজারে বেড়েছে চিনি ও আটার দাম
দেশ যত উন্নতই হোক কৃষির উন্নতি না হলে মানুষের আয় বাড়বে না - কৃষিমন্ত্রী
প্রকাশনা শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগী হওয়ার তাগিদ
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত দেশগুলোকে সহযোগিতা বৃদ্ধির আহ্বান কৃষিমন্ত্রীর
দেশে সেচ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে - কৃষিমন্ত্রী
উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে - বাণিজ্যমন্ত্রী

আর্কাইভ