সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বেশ কিছুদিন আগেই, কিন্তু মন্ত্রণালয়ের কোনো অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়নি ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমানকে।
দেশে ফেরার পর পরই বয়োবৃদ্ধ এই মন্ত্রীসহ চার টেকনোক্র্যাট মন্ত্রীকে প্রধানমন্ত্রীর আদেশে পদত্যাগপত্র জমা দিতে হয়। অবশ্য পরে তাদেরকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়। এরপর আর তিনি ধর্মমন্ত্রণালয়ের কোনো অনুষ্ঠানে যোগ দেননি। চিকিৎসকের পরামর্শে বিশ্রামেই থাকতেন।
অনেকদিন পর আজ (রোববার) তিনি রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে হজ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। আরও উপস্থিত আছেন ধর্মসচিব মো. আনিছুর রহমান, যুগ্মসচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসেন তসলিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫৫ ১৯৭ বার পঠিত