নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে ডেপুটি স্পিকারের আহবান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে ডেপুটি স্পিকারের আহবান
সোমবার, ২০ নভেম্বর ২০১৭



--- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া নারী ও শিশুদের ওপর সব ধরনের নির্যাতন ও শোষন প্রতিরোধে সরকারের সাথে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে সামাজিক গবেষক, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও অভিবাবকদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ জাতীয় সংসদ ভবনের আইপিডি কনফারেন্স কক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস ও কন্যাশিশু এডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
ডেপুটি স্পিকার বলেন, শিশু ও নারী নির্যতন, যৌন নীপিড়ন ও যৌন হয়রানি শুধু আইন করে প্রতিরোধ করা সম্ভব নয়।
এজন্য সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজের সকল স্তরে মানুষের মধ্যে শিশু ও নারী নির্যাতন আইনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
নারী ও শিশুদের কল্যাণে গৃহীত সরকারের নানমুখী পদক্ষেপের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, আইন করে শুধু সরকারের একার পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। ‘নারী ও শিশু নির্যাতন আইন’ সম্পর্কে নারী পুরুষ উভয়কেই সচেতন হতে হবে।
ফজলে রাব্বী মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলই নারীদের জন্য সুবর্ণ সময়। এ সময়ে নারীদের সুরক্ষা দিতে না পারলে তাদের সুরক্ষা দেয়া আর কখনো সম্ভব হবে না।
অয়োজকদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, এ ধরনের সভা সমাবেশ, সেমিনার শুধু আপনাদের রুটিন ওয়ার্কের অংশ হলেই হবেনা। যদি সত্যিকারে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এ সভার আয়োজন করে থাকেন তাহলে জনসাধরণকে আইন মানার জন্য তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেও আপনাদের কাজ করতে হবে।
শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, শামসুল আলম দুদু, ইয়াসিন আলী, মুহাম্মদ গোলাম মোস্তফা, মোঃ মাহবুব আলী, কাজী রোজী, নুরজাহান বেগম, উম্মে রাজিয়া কাজল, লুৎফা তাহের, দ্য হাঙ্গার প্রেজেক্ট’র কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্যব্রত গুহ ও বিভিন্ন দেশি বিদেশি এনজিও প্রতিনিধি ।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৩৩   ৫১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ