
স্প্যানিশ কাপের শেষ ষোলোতে বৃহস্পতিবার তৃতীয় সারির দল মেলিয়াকে উড়িয়ে শেষ ষোলতে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে প্রতিপক্ষের জালে রীতিমত গোল উৎসব করে স্বাগতিকরা। দলের জুনিয়র তারদের নিয়ে ম্যাচটিতে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম লেগে মেলিয়ার মাঠে ৪-০ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন দলের বড় তারকাদের বিশ্রামে রাখেন দলের কোচ সোলারি। জুনিয়ারদের নিয়া গড়া দল শুরু থেকেই বেশ আক্রমাণ চালিয়ে যান। তবে প্রথম গোলের দেখা পেতে স্বাগিতকদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৩তম মিনিট পর্যন্ত। জোরালো শটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে প্রথমে দলকে এগিয়ে নেন মার্কো আসেনসিও। তার দুই মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ এই উইঙ্গার।
চার মিনিটের মাথায় আবারও গোল। তৃতীয় গোলটি আসে তরুণ ডিফেন্ডার হাভিয়ের সানচেসের পা থেকে। ৩-০ তে বিরতিতে যাওয়া রিয়াল গোল দিয়ে শুরু করে দ্বিতীয়ার্ধ। ম্যাচের ৪৭তম মিনিটে দলের চতুর্থ গোল করে ইসকো। ৭৫তম মিনিটে রিয়ালের স্কোর লাই ৫-০ দাঁড় করান ভনিসিউস। ম্যাচের ৮১তম মিনিটে একটি গোল করে মেলিয়া। অতিথি দলের হয়ে গোলটি করেন কাশেমি। তার দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ৬-১ এর জয় নিশ্চিত করেন ইসকো।
বাংলাদেশ সময়: ১১:২১:৩৬ ১৯৭ বার পঠিত