
আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৬৬. আল্লাহ এক্ষণে তোমাদের গুরুদায়িত্ব লাঘব করে দিলেন, তোমাদের মধ্যে যে দৈহিক দুর্বলতা রয়েছে সে সম্পর্কে তিনি অবগত আছেন, তা সত্ত্বেও তোমাদের মধ্যে একশ জন ধৈর্যশীল লোক থাকলে তারা দু’শ জন কাফেরের উপর জয়যুক্ত হবে, আর এক হাজার জন থাকলে তারা আল্লাহর হুকুমে দু’ হাজার কাফেরের উপর বিজয় লাভ করবে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।
আল হাদিস
বড়রাও বাচ্চাদেরকে সালাম দেবে
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন যে, তিনি বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করলে তাদেরকে সালাম করলেন এবং বললেন: “রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন।” [বুখারী: ৬২৪৭, মুসলিম: ২১৬৮]
বাংলাদেশ সময়: ১১:৩১:৩০ ২২৪ বার পঠিত