
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাহিন্দ্র চালক শামছুল হক ও তার সহকারী শ্যামল।
আহতরা হলেন- ঘাটাইল উপজেলার বগা গ্রামের মনির হোসেনের স্ত্রী রিনা বেগম, রতনবরিষ গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী রহিমা বেগম, গর্জনা গ্রামের চায়না বেগম, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আফজাল হোসেন এবং ঝুনকাইল গ্রামের শামছুল হক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ছেড়ে আসা একটি নিউ সোলা পরিবহনের বাস ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়িতে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক শামছুল হক ও তার সহকারী শ্যামল নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় আরও এক ব্যক্তির মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:০০ ২৪২ বার পঠিত