আইসিটিতে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ: পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইসিটিতে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ: পলক
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সরকারের যুগোপযুগী পলিসি প্রনয়ণের ফলে আইসিটি খাতে বিনিয়োগের আর্কষণীয় গন্তব্যে পরিণত হয়েছে বাংলাদেশ।’

মঙ্গলবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বেসিস আয়োজিত ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৭ টি ক্যাটাগরিতে ৪২ টি উদ্যোগের জন্য অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

পলক বলেন, এই মুহূর্তে বাংলাদেশ অন্যতম নেতৃত্বদানকারী দেশ। যেখানে আইটি এবং আইটিএস সেক্টরে ইনভেস্টমেন্টর জন্য সবচেয়ে আকর্ষণীয় একটি গন্তব্য হিসেবে বাংলাদেশ তৈরি হতে পেরেছে। এবং এই ধরনের পলিসি ইমপ্রুভমেন্টের জায়গায় বেসিস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পলক আরও বলেন, ‘আমরা উপলব্দি করতে পেরেছি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইরকমভাবে আইসিটি পলিসি, আমাদের ন্যাশনাল পোর্টাল, ডিজিটাল সেন্টার, আমাদের ই-গর্ভনেন্সের ইনফরমেশন অটোমেশন-প্রত্যেকটি জায়গা আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে এই কাজগুলো সম্পন্ন করতে মূখ্য ভূমিকা পালন করেছে বেসিস।

প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশে ২৮ টি পার্ক সেখানে দেশি-বিদেশি ইনভেস্টমেন্টকে আকর্ষণীয় করার জন্য ২০১৪-১৫ অর্থ বছরে ২০১৪ সাল পর্যন্ত এই খাতে ১০০% ট্যাক্স এক্সামশন এবং আরও ১২ ধরনের প্যাকেজ এই খাতে বিনিয়োগের জন্য দেয়া হয়েছে। ফলে দেশে এখন এই খাতে বিনিয়োগের অভাবনীয় সুযোগ বিরাজ করছে।

আইসিটি সেক্টরের উন্নয়নে হার্ডওয়্যার ও সফটওয়্যারের ভূমিকা উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘হার্ডওয়্যার, সফটওয়্যার, আরএনডি এবং সার্ভিস এই চারটি সেক্টরকে উন্নয়নের জন্য আমাদের কিছু পলিসি দরকার ছিল। গত অর্থ বছরে আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি ছিল আমাদের দেশে হার্ডওয়্যার মেনুফ্যাক্টারিংয়ের জন্য যেই ইকুইপমেন্টগুলো লাগে সেগুলোর উপর থেকে ইমপোর্ট ডিউটি কমিয়ে ফেলা। প্রধানমন্ত্রী ৯৬টি কম্পোনেন্টের উপরে ইমপোর্ট ডিউটি কমিয়ে ১% করে দিয়েছেন।’

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, উত্তম কুমার পাল, পরিচালক সোনিয়া বশির কবিরসহ বেসিসের নেতারা।---

বাংলাদেশ সময়: ১৯:১৪:১৮   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ