নারায়ণগঞ্জে রিমান্ড শেষে জামায়াতের ১৩ নেতাকর্মী কারাগারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে রিমান্ড শেষে জামায়াতের ১৩ নেতাকর্মী কারাগারে
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭



---নারায়ণগঞ্জে রিমান্ড শেষে মহানগর জামায়াতে ইসলামীর আমিরসহ ১৩ নেতাকর্মীরা কারাগারে পাঠিয়েছেন আদালত। তিন দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের এসআই হানিফ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত শুনানি শেষে ১৩ আসামিকে জেলা কারাগারে পাঠিয়েছেন।

আসামিরা হলেন-নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাইনুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, জামায়াতে নেতা সাইফুদ্দিন মনির, সাহাবুদ্দিন, বশিরুল হক, এসএম নাসির উদ্দিন, সাইদ তালুকদার, জাহাঙ্গীর দেওয়ান, জামাল উদ্দিন, কফিল উদ্দিন, জাকির হোসেন, জাকির হোসেন-২ ও শহিদ মিয়া।

গত শুক্রবার হাজীগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামীর গোপন বৈঠক থেকে ১৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওই সময় বেশকজন পালিয়ে যায়।

পরদিন শনিবার জামায়াতের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের এসআই রাজু মন্ডল বাদী হয়ে নাশকতামূলক, ধ্বংসাত্মক কাজ করার প্রস্তুতি ও পরিকল্পনা করার অপরাধ এনে একটি মামলা দায়ের করেন।

আটক মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ ১৩ জনকে সাত দিনের রিমান্ড চেয়ে গত শনিবার দুপুরে আদালতে পাঠানো হলে আদালত প্রত্যেককে তিন দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩৭   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ