
নিউজটুনারায়ণগঞ্জঃ দ্বিতীয় মেয়াদে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস
ওসমানকে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং
অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানরা স¦াগত জানান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও
উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। বর্তমান সরকার দেশের
উন্নয়নে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের
আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহকে দ্রুত সময়ের মধ্যে শেষ করার
জন্য তিনি আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, রূপপুর পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ
উৎপাদন সম্ভব হবে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীকে
বার্তা দিতে চায় যে এদেশ এ ধরনের একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ,
মন্ত্রণালয়াধীন সংস্থাপ্রধানগণ এবং প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২৭:৫১ ২২২ বার পঠিত