
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ, উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শিরিন বেগম, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারন সম্পাদক রাসেল মাহামুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ প্রমূখ।
আলোচনা সভায় স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের মাটিতে অবতরন করেছিলেন। পাকিস্তানী ঘাতকরা ২৫ মার্চ কালোরাতে গ্রেফতার করে পাকিস্তান নিয়ে যায়। তারা ভেবেছিলে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে গেলে বাংলাদেশ স্বাধীন হতে পারবেনা তাকেও মুক্ত করতে পারবেনা। কিন্তু তারা ভাবেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এ দেশের মানুষ জীবনমরন লড়াই করে বঙ্গবন্ধুকে মুক্ত করে আনবেই।
তিনি আরো বলেন, উপজেলা যুবলীগের কিছু কুলাঙ্গার লোক নেত্রীর নির্দেশ অমান্য করে আমার নির্বাচন করেনি। আর সোনারগাঁয়ের আপামর জনসাধারন সবাই আমার নির্বাচন করেছেন।
বাংলাদেশ সময়: ২২:৩৭:১৩ ২৭৯ বার পঠিত