অপরাধী সনাক্তে ভুমিকা রাখবে স্মার্ট কার্ড: সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপরাধী সনাক্তে ভুমিকা রাখবে স্মার্ট কার্ড: সিইসি
রবিবার, ২৬ নভেম্বর ২০১৭



---ডিসেম্বরের মধ্যে দেশের ৯ কোটি ৪০ লাখ নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেয়া হবে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কে. এম নুরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মতো রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, জঙ্গী মোকাবেলাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের সনাক্ত করতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিশেষ ভূমিকা রাখবে। আগে মোবাইলের মাধ্যমে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করতে হতো কিন্তু এখন এই কার্ডের মাধ্যমে যেকোন সন্ত্রাসীর সকল তথ্য আমরা পেতে পারি। আগে একজন অপরাধীর স্থানে অন্য মানুষ ৭ বছর জেল খেটেছে বা অন্য অপরাধী গ্রেফতার হয়েছে এমন অবস্থার তৈরি হলেও এখন আর সৃষ্টি হবে না।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার জানান, স্মার্ট কার্ডের সামান্য ভুল ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করা যাবে। কিন্তু যদি বয়স জনিত ভুল, বাবার নাম অন্য ছাপা হয়ে থাকে সেগুলো চেক করতে একটু সময় প্রয়োজন হবে।

নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দীন আহমেদ, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১১ এর সিও লেফটেনেন্ট কর্ণেল কামরুল হাসান।

পরে সিইসি নারায়ণগঞ্জের বিশিষ্ট নাগরিকদের হাতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড তুলে দেন। স্মার্ট কার্ড হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, এর আগে আমরা পেয়েছিলাম জাতীয় পরিচয়পত্র। এখন এক ধাপ এগিয়ে আমরা পেলাম স্মার্ট কার্ড। যেটি অপরাধিদের ধরতে, জাল-জালিয়াতি রুখতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

প্রথম দিন শহরের ২০জন বিশিষ্ট ব্যক্তির এ কার্ড তুলে দেয়া হয়। পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের পৌনে পাঁচ লাখ ভোটারের জন্য স্মার্টকার্ড প্রদান করা হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৪০   ৫২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ