
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের হেলপার ইসমাইল হোসেন (১৮) গুরুতর আহত হন।
আজ শনিবার সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতার দোয়ানী-রমনীগঞ্জ আকিজ কোম্পানির মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মাইক্রোবাস চালক শফিকুল ইসলামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নবাবগঞ্জ গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ডিমলাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বুড়িমারীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের চালক শফিকুল ইসলাম ও তার হেলপার ইসমাইল হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় দুজনকে হাতীবান্ধা হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম মারা যান। ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রসূন কান্তি দাশ বলেন, ঘন কুয়াশায় দ্রুতগতির ট্রাকটি মাইক্রোবাসটিকে চাপা দেওয়ার এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩:১৪:৩৭ ২৭৬ বার পঠিত