না.গঞ্জ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সোমবার, ২৭ নভেম্বর ২০১৭



---নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। ৭৪ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কমিটির তালিকা সোমবার দুপুর পর্যন্ত জেলা নেতাদের কাছে পৌঁছায়নি বলে জানা গেছে।

এর আগে গত ২০১৬ সালের ৯ অক্টোবর আবদুল হাইকে সভাপতি, মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ-সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের জেলা কমিটি ঘোষণা করেছিলেন শেখ হাসিনা।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এর তালিকা কুরিযার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। তবে এখনো আমরা হাতে পাইনি।’

রবিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ পেয়েছে। শনিরার রাতে প্রধানমন্ত্রী এ কমিটির অনুমোদন করেন বলে জানান জেলা সভাপতি আবদুল হাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তালিকা অনুযায়ী কমিটির অন্য ৭১ জন হলেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, আরজু রহমান ভুইয়া, মুক্তিযোদ্ধা খবির উদ্দীন, মুহাম্মদ সানাউল্লাহ, আবদুল কাদির, মোহাম্মদ সিকদার গোলাম রসূল, আধীনাথ বসূ, খাজা রহমত উল্লাহ (প্রয়াত); যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডা. আবু জাফর চৌধুরী বিরু, ইকবাল পারভেজ; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ উর রউফ, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলমাছ ভুইয়া, দপ্তর সম্পাদক এম এ রাসেল, ধর্মবিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, প্রচার প্রকাশনা সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহিলাবিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা, যুব ক্রীড়া সম্পাদক মানজারী আলম টুটুল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ফেরদৌসি আলম নীলা, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এস জাহাঙ্গীর হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, স্বাস্থ্য জনসংখ্যা সম্পাদক ডা. নিজাম আলী; সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, মীর সোহেল, এ কে এম আবু সুফিয়ান; উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক নাসিরউদ্দীন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির।

এ ছাড়া সদস্যপদে রয়েছেন এমপি গোলাম দস্তগীর গাজী, এমপি নজরুল ইসলাম বাবু, এমপি অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, এমদাদুল হক ভুইয়া, কায়সার হাসনাত, মাহাবুবুল ইসলাম রাজন, মোশারফ হোসেইন, আমজাদ হোসেন, মির্জা সোহেল, আবুল বাশার টুকু, সাইফুল্লাহ বাদল, মতিউর রহমান, শওকত আলী, মাসুম রহমান, হালিম সিকদার, আবদুল কাদের ডিলার, বি এম কামরুজ্জামান ফারুক, তোফাজ্জল হোসেন মোল্লা, শাহজাহান ভুইয়া, শাহজালাল মিয়া, হেলো সরকার, সামসুল ইসলাম ভুইয়া, আবুুল কালাম, আবদুর রশিদ, সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন সাজনু, মোহাম্মদ শহিদুল্লাহ, শীলা রানী পাল, অ্যাডভোকেট ইসহাক, সামসুজ্জামান ভাসানী, মেজর (অব) মশিউর রহমান, সাদেকুর রহমান, মজিবুর মন্ডল ও ইসহাক ভুইয়া।

এর মধ্যে একজন সহ-সভাপতি, কৃষি ও সমবায় সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও সদস্যপদ একটি খালি রাখা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি পদে থাকা খাজা রহমত উল্লাহ সম্প্রতি মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৬   ৬৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ