দুবাই টেস্টে শ্রীলঙ্কার জয়, পাকিস্তান হোয়াইটওয়াশ

প্রথম পাতা » খেলাধুলা » দুবাই টেস্টে শ্রীলঙ্কার জয়, পাকিস্তান হোয়াইটওয়াশ
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭



---সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না আসাদ শফিক। শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে দিবা-রাত্রির টেস্টে ৬৮ রানে হেরে গেল পাকিস্তান। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা। অর্থাৎ, হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ২১ রানের জয় পেয়েছিল শ্রীলঙ্কা।

গত শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় সিরিজের দ্বিতীয় ম্যাচটি। প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তারা ৪৮২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। পরে পাকিস্তান তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ২৬২ রান সংগ্রহ করে অলআউট হয়।

প্রথম ইনিংস শেষে ২২০ রানে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে দিনেশ চান্দিমালরা মাত্র ৯৬ রানে অলআউট হয়। ফলে, পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩১৭ রান। কিন্তু তারা অলআউট হয়ে যায় ২৪৮ রান করে।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৬৮ রানে জয়ী শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৮২ (১৫৯.২ ওভার)

(দিমুথ করুণারত্নে ১৯৬, কৌশল সিলভা ২৭, সাদিরা সামারাবিকরামা ৩৮, কুসল মেন্ডিস ১, দিনেশ চান্দিমাল ৬২, নিরোশান ডিকওয়েলা ৫২, দিলরুয়ান পেরেরা ৫৮, রঙ্গনা হেরাথ ২৭*, সুরঙ্গা লাকমল ৮, লাহিরু গ্যামেজ ১, নুয়ান প্রদ্বীপ ০; মোহাম্মদ আমির ১/৭৪, মোহাম্মদ আব্বাস ২/১০০, ওয়াহাব রিয়াজ ১/৬২, ইয়াসির শাহ ৬/১৮৪, আসাদ শফিক ০/২৪, হ্যারিস সোহেল ০/৩৪)।

পাকিস্তান প্রথম ইনিংস: ২৬২ (৯০.৩ ওভার)

(শান মাসুদ ১৬, সামি আসলাম ৩৯, আজহার আলী ৫৯, আসাদ শফিক ১২, বাবর আজম ৮, হারিস সোহেল ৫৬, সরফরাজ আহমেদ ১৪, মোহাম্মদ আমির ৭, ইয়াসির শাহ ২৪, ওয়াহাব রিয়াজ ১৬, মোহাম্মদ আব্বাস ১*; সুরঙ্গা লাকমল ২/৪১, নুয়ান প্রদ্বীপ ০/২১, লাহিরু গ্যামেজ ২/৩৮, দিলরুয়ান পেরেরা ৩/৭২, রঙ্গনা হেরাথ ৩/৮৪)।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৯৬ (২৬ ওভার)

(দিমুথ করুণারত্নে ৭, কৌশল সিলভা ৩, সাদিরা সামারাবিকরামা ১৩, কুসল মেন্ডিস ২৯, সুরঙ্গা লাকমল ১, দিনেশ চান্দিমাল ০, নিরোশান ডিকওয়েলা ২১, দিলরুয়ান পেরেরা ০, রঙ্গনা হেরাথ ১৭, লাহিরু গ্যামেজ ১*, নুয়ান প্রদ্বীপ ০; মোহাম্মদ আব্বাস ১/৬, ইয়াসির শাহ ২/৪৭, ওয়াহাব রিয়াজ ৪/৪১, হ্যারিস সোহেল ৩/১)।

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ২৪৮ (৯০.২ ওভার)

(শান মাসুদ ২১, সামি আসলাম ১, আজহার আলী ১৭, হারিস সোহেল ১০, আসাদ শফিক ১১২, বাবর আজম ০, সরফরাজ আহমেদ ৬৮, মোহাম্মদ আমির ৪, ইয়াসির শাহ ৫, ওয়াহাব রিয়াজ ১, মোহাম্মদ আব্বাস ৩*; সুরঙ্গা লাকমল ১/৩৫, লাহিরু গ্যামেজ ১/২৯, রঙ্গনা হেরাথ ২/৫৭, নুয়ান প্রদ্বীপ ১/২১, দিলরুয়ান পেরেরা ৫/৯৮, কুসল মেন্ডিস ০/৭)।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০৩   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ