
আকাশে উড়ছে ঢাকা ডায়নামাইটস! শিরোপা যুদ্ধে জয়ী হতেই যেন মাঠে নেমেছেন সাকিবরা। বিপিএলের ষষ্ঠ আসরে টানা চার ম্যাচ জয় তুলে নেয় ঢাকা। নিজেদের পঞ্চম ম্যাচে এসে রাজশাহী কিংসের কাছে প্রথমবার হারের তিতকুটে স্বাদ পেয়েছিলেন সাকিবরা।
তবে ষষ্ঠ ম্যাচে এসে আবারও ছন্দে রাজধানীর দল। সিলেটের বিপক্ষে দারুণ জয় তুলে নেয়। ছয় ম্যাচ খেলা ঢাকা ৫ জয়ের বিপরীতে হার ১টি। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছেন সাকিবরা। আকাশে উড়তে থাকা দলটি অবশ্য মাটিতেই রাখছে পা।
গত ৫ জানুয়ারি থেকে মাঠে গড়ায় বিপিএল। ঢাকায় অনুষ্ঠিত হয় প্রথম পর্ব। এর পর বিপিএল যায় চায়ের দেশ সিলেটে। গত শনিবার সিলেট পর্বের খেলা শেষ হয়েছে। বিপিএল আবারও ফিরেছে রাজধানী ঢাকায়।
আজ থেকে মাঠে গড়াচ্ছে ২২ গজের ময়দানি যুদ্ধ। এদিনই মাঠে নামছেন সাকিবরা। তাদের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। এ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না ঢাকা।
পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ও চিটাগংয়ের মধ্যকার ম্যাচটি উত্তাপ ছড়াচ্ছে। একদিকে সাকিব আল হাসান, অন্যদিকে মুশফিকুর রহিমের লড়াই দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।
তা কে জিতবেন ২২ গজের ময়দানে ব্যাট-বলের এই যুদ্ধে? তা তো ম্যাচশেষেই জানা যাবে। তবে কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না। ব্যাপারটি ঠিক অনেকটা এ রকম, ‘ বিনাযুদ্ধে নাহি দেব, সূচাগ্র মেদিনী’!
সিলেটে চিটাগং তার শক্তিমত্তা দেখিয়েছে। রেকর্ড দলীয় সংগ্রহ গড়েন মুশফিকরা। ২১৪/৪ রান এ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মুশফিক ছন্দে আছেন। ইসাসির আলি, শানাকা, জাদরানরা ব্যাটিং জাদু দেখিয়েছেন। বল হাতে আবু জায়েদ, খালেদরা নিজেদের মেলে ধরেছেন। খুলনার বিপক্ষে ম্যাচটি ২৬ রানে জিতে নেয় চিটাগং। তবে ঢাকার বিপক্ষে আজকের ম্যাচে তাদের কঠিন পরীক্ষাই দিতে হবে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। সাকিব ছাড়াও ঢাকা দলে আছেন জাজাই, নারিন, পোলার্ড, রাসেলের মতো তারকা ক্রিকেটার।
এদিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারের বিপরীতে রাজশাহীর সংগ্রহ ৬ পয়েন্ট। টেবিলের ৫ নম্বরে আছে পদ্মপারের দলটি। কুমিল্লা ৬ ম্যাচে ৪ জয়ের বিপরীতে হার ২টিতে। তারা আছে টেবিলের তিনে। লড়াইটা তিনের সঙ্গে পাঁচের। রাজশাহী ও কুমিল্লার মধ্যকার ম্যাচটি নিয়ে দর্শকদের মধ্য বাড়তি আগ্রহ দেখা গেছে। দুদলই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন।
বাংলাদেশ সময়: ১১:৩২:০০ ২৬৫ বার পঠিত