
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহ ১৫টি বাড়ি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (২১ জানুয়ারি) দিনগত রাত ৩টা থেকে উপজেলার কানসার্টের বালুচর-শিবনারায়ণপুর এলাকার ১৫টি বাড়ি ঘিরে রাখা হয়েছে।
ঘিরে রাখা বাড়িগুলোতে বর্তমানে অভিযান চালাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গি সন্দেহে সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শিবনারায়ণপুরের মৃত কুলিমুদ্দিনের ছেলে শুকাম (৩৫)।
অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানায়, ওই এলাকায় একাধিক জঙ্গি অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে ওইসব বাড়ি ঘিরে রাখার পর অভিযান চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০:১৩:১৮ ১৯৩ বার পঠিত