জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক’র বৈঠকে ১৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।এর ভেতর রয়েছে নোয়াখালীর ভাসানচরে দুই হাজার ৩১২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্প। ১৪টি অনুমোদিত প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৯৯ কোটি ১৬ লাখ টাকা।
সকালে, রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশ সময়: ১৮:৪৫:২৭ ৩৯১ বার পঠিত