না.গঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে বুধবার সকালে সদর উপজেলা মিলনায়তনে গণিত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গণিত বিষয়ের শিক্ষকগনের অংশগ্রহণে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী।
কর্মশালায় গণিত বিষয়ের পাঠদানের খুঁটিনাটি বিষয়ের সাথে সাথে মাল্টিমিডিয়ার মাধ্যমে ফলপ্রসু পাঠদান ও অলিপিয়াড বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৫ ৫০০ বার পঠিত