নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, আমি যেন আপনাদের সম্মান রক্ষা করতে পারি ঠিক তেমনি আপনারা আইনজীবীরা ও আমার সম্মান রক্ষা হয় সে ভাবেই কাজ করবেন । আজকে আপনারা কে ভালোবাস দিয়েছেন আমি তা কখনো ভূলবো না । আমি এই সম্মান নিয়ে আপনাদের সাথে কাজ করতে চাই । তিনি আরো বলেন, আমি যেখানেই যোগদান করি সব সময় চেষ্টা করি সুন্দর ও সুষ্ঠুভাবে কাজ করতে।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিকভোজ এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আমজাদ হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন-সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, সাবেক পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আমিনুল ইসলাম, এড. আব্দুর রশিদ ভূঁইয়া, এড. সাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, এড. জাকির হোসেন, এড. হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ ।
পরে আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও আইন পেশায় ২৫ বছর অতিক্রমকারীদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৬ ৪৫০ বার পঠিত