
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ প্রত্যাশার
চেয়েও বেশি উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স
কর্পোরেশনের কান্ট্রি ম্যানেজার উইনডি ওয়ার্নার। বেসামরিক বিমান
পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীর সাথে আজ
সাক্ষাৎকালে উইনডি ওয়ার্নার একথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এয়ারপোর্ট,
বিমান পরিবহন ও পর্যটনের উন্নয়নে খুবই আন্তরিক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে
বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নতি করার জন্য তিনি
এবং তাঁর মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশের
বিমানবন্দরগুলো দেশের অন্যতম প্রবেশদ্বার। কোন মানুষ এদেশে প্রবেশ করেই
বিমানবন্দরের সেবার মান থেকে দেশ সম্পর্কে ধারণা পান। বিমানবন্দরের সেবার
মান উন্নত হলে দেশের ভাবমূর্তিও বাইরের মানুষের কাছে ভালো হবে।
বৈঠকে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের কান্ট্রি ম্যানেজার,
বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নত করার জন্য সহযোগিতা প্রদানের
আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রতিমন্ত্রী উইনডি ওয়ার্নার কে তার
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান।
ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ
বিষযক দক্ষিণ এশিয়ার প্রধান মোয়াজ্জাম এ মেখান, সিনিয়র কান্ট্রি
অফিসার নুজহাত আনোয়ার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে
উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৫ ১৬৭ বার পঠিত