ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯



---

---

(এম আর সিদ্দিকীর মৃত্যু)
বিশিষ্ট রাজনীতিক, শিল্পপতি এম আর সিদ্দিকীর আজ মৃত্যুদিন। ১৯৯২ সালের এ দিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার ছিলো অসামান্য অবদান ।
এম আর সিদ্দিকী নামে খ্যাত মোস্তাফিজুর রহমান সিদ্দিকীর জন্ম ১৯২৬ সালের ১ মার্চ চট্টগ্রামের সীতাকু-ে। ১৯৪৭ সালে কলকাতা বিশ^বিদ্যালয় থেকে এমকম পাসের পর তিনি কিছুদিন ঢাকা বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে লন্ডন বিশ^বিদ্যালয় থেকে চার্টার্ড একাউনটেন্সি পাস করেন। ১৯৫৮ তে পূর্ব বাংলার শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান একে খান গ্রুপে ফিন্যান্স ডিরেক্টর হিসেবে চাকরি নেন। পরে নিজেই প্রতিষ্ঠা করেন ইস্টার্ন ইসুরেন্স ও ইস্টার্ন লাইফ ইব্যুরেন্স কোম্পানি। ৬২ তে স্বতন্ত্র সদস্য হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ৬৪ তে যোগ দেন আওয়ামী লীগে। ৭০-এ সীতাকুন্ড থেকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন আবার । মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে কালুরঘাট বেতার কেন্দ্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তার ছিলো ব্যাপক ভূমিকা। ১৯৭১-এ মুজিব নগর সরকার তাকে বাংলাদেশ মিশনের প্রধান করে যুক্তরাষ্ট্রে পাঠায়। দেশ স্বাধীনের পর সরকারের বাণিজ্যমন্ত্রী নিযুক্ত হন। ৭৩-এ আবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে আ’লীগের সমাজতান্ত্রিক অর্থনীতি কর্মসূচির বিরোধিতা করলে দল থেকে বহিষ্কৃত হন। এর পর রাজনীতির চেয়ে তিনি ব্যবসা-বাণিজ্য নিয়েই বেশি সিরিয়াস থেকেছেন।

ফার্সি ১৩৫৭ সালেরর ১৮ই বাহমান অর্থাৎ ১৯৭৯ সালের এ দিনে ইরানের জনগণ আগের দিনের মতো দলে দলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাকারী ইমাম খোমেনী (রহ)এর কাছে বাইয়াত গ্রহণ বা তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য গমন করেন। ইরানের সব শ্রেণীর মানুষ ছাড়াও এ দিনে সামরিক পোশাক পরিহিত সেনা কর্মকর্তারাও ইমাম খোমেনী (রহ)কাছে বাইয়াত গ্রহণের জন্য গমন করেন। এ দিন দেয়া ভাষণে ইমাম খোমেনী বলেন, ইরানের অত্যাচারী শাসক শাহের আদালতে বিচার করা হবে।

১৭৫২ সালের এ দিনে ইংল্যান্ডের বিখ্যাত রসায়নবিদ এবং পদার্থবিদ জোসেপ ব্ল্যাক কার্বন ডাই অক্সাইড গ্যাস আবিস্কার করেন। ব্ল্যাকের সময় রসায়নবিদ্যাকে চিকিৎসা বিদ্যার শাখা হিসেবে বিবেচনা করা হতো। সে সময় মনে করা হতো মানুষের চিকিৎসার কাজে সহায়তা করাই ছিলো রসায়ন বিদ্যার এক মাত্র কাজ। ১৭৫৬ সালে জোসেপ ব্যাক মাত্র ২৮ বছর বয়সে এডিনবার্গে এনাটমির অধ্যাপক এবং রসায়নবিদ্যার প্রভাষক হিসেবে যোগ দেন। তবে তিনি পেশাদার জীবনের বেশির ভাগ রসায়নবিদ্যার অধ্যাপনায় কাটিয়েছেন। ১৭৯৯ সালের নভেম্বর মাসে তিনি পরলোকগমন করেন।

ফার্সি ১২৬৩ সালের ১৮ই বাহমান অর্থাৎ ১৮৪২ সালের এ দিনে ইরানের বিখ্যাত লেখক এবং বুদ্ধিজীবী মোল্লা জাফর শরীয়ত মাদারি তেহরানি তেহরানে পরলোকগমনে করেন। ফার্সি ১১৯৭ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার যৌবন কালের অধিকাংশ সময়ই জ্ঞান অন্বেষণে ব্যয় করেছেন। আরবী সাহিত্যের উপর তার অগাধ পান্ডিত্য ছিলো। একাধারে ধর্মীয় ফেকাহ শাস্ত্র, নৈতিকতা এবং যুক্তিবিদ্যা সহ নানা শাস্ত্রের উপর তার গভীর পান্ডিত্য ছিলো।

১৯৭৯ সালের এ দিনে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ফাঁসির আদেশ বহাল রাখে। ১৯২৮ সালের ৫ জানুয়ারী ভুট্টো জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিলো স্যার শাহনওয়াজ ভুট্টো। পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মন্ত্রী সভায় তিনি যখন যোগ দেন তখন তিনি বয়োকনিষ্ঠ মন্ত্রী ছিলেন। ১৯৬৩ সালে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আইয়ুব খানের মন্ত্রীত্ব ত্যাগ করার পর তিনি পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি নামের রাজনৈতিক দল গড়ে তোলেন। ১৯৭০ সালের নির্বাচনে তার দল তৎকালীন পশ্চিম পাকিস্তানে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছিলো। ১৯৭৩ সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পাকিস্তানে সামরিক শাসন জারী হওয়ার পর ১৯৭৭ সালে ভুট্টোকে গ্রেফতার করা হয়। সুপ্রিম কোর্ট তার প্রাণদন্ডাদেশ বহাল রাখার প্রেক্ষাপটে ১৯৭৯ সালের ৪ এপ্রিল ভুট্টোকে ফাঁসি দেয়া হয়।

১৯২২ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওয়াশিংটন আর্মস কনফারেন্সের পরিসমাপ্তি ঘটে। এই কনফারেন্সকে ওয়াশিংটন ন্যাভাল কনফারেন্স নামেও অভিহিত করা হয়। যুক্তরাষ্ট্রে এর আগে আর কোনো আন্তর্জাতিক কনফারেন্স হয় নি। বিশ্বের ইতিহাসে এটাই অস্ত্র সীমিতকরণ বিষয়ক প্রথম সম্মেলন। তবে এই কনফারেন্সে অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নকে আমন্ত্রণ জানানো হয় নি। অস্ত্র সীমিকরণ সংক্রান্ত চু্ক্িততে যে ৫টি দেশ স্বাক্ষর দিয়েছিলো তারা হলো, আমেরিকা, বৃটেন, ফ্রান্স, ইতালি এবং জাপান। এই চুক্তি মোতাবেক যুদ্ধে রাসায়নিক গ্যাসের ব্যবহারকে নিষিদ্ধ করা হয়।

১৯৪৪ সালের এ দিনে প্রথম টেস্টটিউবে মানব ডিম্বকে ফার্টিলাইজ বা নিষিক্ত করা সম্ভব হয়েছিলো। তবে টেস্ট টিউবে নিষিক্ত করা এই ডিম্বকে অবশ্য কোনো মহিলার গর্ভাশয়ে পুনঃস্থাপন করা হয় নি। কিন্তু টেস্ট টিউবে নিষিক্ত করার এ পদক্ষেপের দ্বারা মানবের সন্তান ধারণ সংক্রান্ত অনেক রহস্যের সমাধান হয়। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ড. জন রক এবং মিরিয়াম এফ মেনকিন ফার্টিলাইজ করার এ কাজটি সম্পন্ন করেন। এর আগে তাদের শত শত চেষ্টা ব্যর্থ হয়েছিলো। তবে ডা. রক জন্ম নিয়ন্ত্রণ বড়ির আবিষ্কারক হিসেবে বিশেষভাবে খ্যাতি লাভ করেছিলেন।

১৯৫২ সালের এ দিনে ইংল্যান্ডে রাজা ষষ্ট জর্জ দীর্ঘ রোগ ভোগের পর ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। রাজার দুই কন্যার মধ্যে বয়োজ্যেষ্ঠ প্রিন্সেস এলিজাবেথ পরবর্তীতে ইংল্যান্ডের রাণী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৩ সালেরর ২ রা জুন তিনি রাণী দ্বিতীয় এলিজাবেথ হিসেবে মুকুট ধারণ করেন। রাণী এলিজাবেথ তার রাজত্বকালে নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন। বিশেষ করে প্রিন্সেস ডায়ানার সড়ক দুঘর্টনায় মৃত্যুতে বৃটেনের রাজ পরিবারের ভূমিকা নিয়ে এ পর্যন্ত অনেক প্রশ্নই তোলা হয়েছে।

রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যু (১৬৮৫)
তুর্কি সুলতান দ্বিতীয় আহম্মদ খাঁর মৃত্যু (১৬৯৫)
আমেরিকার তৃতীয় ভাইস প্রেসিডেন্ট আরন বুর’র নিউইয়র্কে জন্ম (১৭৫৬)
প্যারিসের সাথে চুক্তি স্বাক্ষর করতে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছে স্বীকৃতি দান (১৭৭৮)
ম্যাসাচুসেটস ৬ষ্ঠ রাজ্য হিসেবে মার্কিন সংবিধানের অনুমোদন (১৭৮৮)
বেসবলের কিংবদন্তী পুরুষ বাবে রুথ বাল্টিমোরের জন্মগ্রহণ (১৮৯৫)
যুক্তরাষ্ট্রের সিনেটে যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যকার শান্তি চুক্তি অনুমোদন (১৮৯৯)
ব্রিটেনের রাজা ৬ষ্ঠ জর্জ’র মৃত্যু এবং তার কন্যা দ্বিতীয় এলিজাবেথের রাজ সিংহাসনে আরোহন (১৯৫২)
টাঙ্গাইলে ঐতিহাসিক কাগমারি সম্মেলন শুরু (১৯৫৭)
যুক্তরাষ্ট্র কেপ ক্যানাভেরারে প্রথম টাইটান আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা (১৯৫৯)
লসএঞ্জেলেসে কমোডিয়ান ও টেলিভিশন অভিনেতা প্যানি থমসনের ৭৯ বছর বয়সে মৃত্যু (১৯৯৯)
প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোটের নাম পরিবর্তন করে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট করার বিলে স্বাক্ষর (১৯৯৮)

বাংলাদেশ সময়: ১৩:৫৮:২৮   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ