প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল - এলজিআরডি মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল - এলজিআরডি মন্ত্রী
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯



---

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন উন্নয়নের রোল মডেল। আগামী দিনে বাংলা ভাষাকে মর্যাদাশীল করে বিশ্বের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
আজ দুপুরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে খেলার মাঠে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ও জাতির জনকের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন ও সংগ্রাম করে যাচেছন। বাংলাদেশকে তিনি সারা বিশ্বের মধ্যে অর্থনীতিতে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। দেশের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেন, আগামীতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, একুশের চেতনায় বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। বাংলাদেশ একদিন সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ বিশে^র উন্নত দেশে পরিণত হবে।
এফবিসিসিআই’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনৃুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ সাবেক সভাপতি ও ঢাকা উত্তর নিটি করপোরেশন (ডিএনসিসি) আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) মেয়র প্রার্থী মো: আতিকুল ইসলাম, বিজিএমইএ’র সভাপতি মো: সিদ্দিকুর রহমান প্রমুখ।
মেয়র প্রার্থী মো: আতিকুল ইসলাম বলেন, আমরা এখন থেকে ঢাকায় আর কেউ ময়লা আবর্জনা রাস্তায় ফেলবো না। বিদেশীরা রাস্তার উপর ময়লা ফেলে না। পরিচ্ছন্ন পরিবেশ শরীর ও মনকে সুস্থ রাখে। আগামী দিনে আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিন।

বাংলাদেশ সময়: ২০:২৭:১৮   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ