
ঢাকা, ২৮ফেব্রুয়ারি, ২০১৯(নিউজটুনারায়ণগঞ্জ): বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক সিনিয়র সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে স্পীকার বলেন, শাহ আলমগীরের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারাল। তিনি সংবাদ মাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। প্রতিথযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদ অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হল।
স্পীকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শাহ আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১২:৩৩:৪৩ ২০৩ বার পঠিত