
বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ ও ১০ বীর ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী পৌঁছেছেন।
রোববার বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে প্রধানমন্ত্রী রাজশাহী সেনানিবাসে পৌঁছেন।
পরে দুপুর পৌনে ১২টায় তিনি শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে আসেন।
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রাজশাহী সেনানিবাস সূত্র জানায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর রেজিমেন্টের চারটি ব্যাটালিয়নের জাতীয় পতাকা (ন্যাশনাল ন্ট্যান্ডার্ড) তোলেন এবং প্যারেড পরিদর্শন করেন।
সেনানিবাসের অনুষ্ঠান শেষ হলেই প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগ করবেন।
এর আগে গত বছরের ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৩:০১:২১ ১৬৮ বার পঠিত