
বিসমিল্লাহির রাহমানির রাহিম
৪৫. আর আমি তাদের প্রতি তাতে (তাওরাতে) এটা ফরয করেছিলাম যে, প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং (তদ্রƒপ অন্যান্য) যখমে বিনিময়েও যখম রয়েছে; অনন্তর যে ব্যক্তি তাকে ক্ষমা করে দেয়, সে গোনাহ থেকে পাক হয়ে যায়। আর যারা আল্লাহর অবতারিত বিধান অনুযায়ী ফায়সালা করে না তারাই যালিম।
৪৬. আর আমি তাদের পর ঈসা ইবনে মারইয়ামকে এ অবস্থায় প্রেরণ করেছিলাম যে, সে তার পূর্ববর্তী কিতাবের অর্থাৎ তাওরাতের সত্যায়ন- কারী ছিল এবং আমি তাকে ইঞ্জিল প্রদান করেছি, যাতে হিদায়াত এবং আলো ছিল, আর ওটা তার পূর্ববর্তী কিতাব, তাওরাতের সত্যতা সমর্থন করত এবং এটা সম্পর্ণরূপে মুত্তাকীদের জন্য হিদায়াত ও নসীহত ছিল।
আল হাদিস
অযূ ছাড়া সালাত হবে না
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যার অযূ নেই, সে অযূ না করা পর্যন্ত তার সালাত হবে না।”
[বুখারী: ১৩৫]
বাংলাদেশ সময়: ১৩:৪৩:১৫ ২১২ বার পঠিত