
ঢাকা,০৮মার্চ,২০১৯(নিউজটুনারায়ণগঞ্জ): বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কারণেই নারীরা অনুকূল পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছে। নারীরা মর্যাদার সাথে কাজ করে সফলতার স্বাক্ষর রাখছে। এখন সময় এগিয়ে যাওয়ার - এগিয়ে যাচ্ছে নারীরা।
তিনি আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে “আন্তর্জাতিক নারী দিবস-২০১৯” উপলক্ষে “গণমাধ্যমে নারী-পুরুষ সমতাঃ প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
স্পীকার বলেন, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নারী পুরুষের সমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল প্রতিবন্ধকতা ও প্রতিকূল পরিবেশকে জয় করে কাঙ্খিত গন্তব্যে পৌঁছে যেতে পারে নারীরা। মেধা ও দক্ষতায় নারীরা পিছিয়ে নেই। গণমাধ্যম নারীদের অংশগ্রহণও উল্লেখ্যযোগ্য। এসময় তিনি নির্ভীক, অকুতোভয় নারীরা সাহসিকতার সাথে গণমাধ্যমে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন কীর্তিমান নারী সেতারা মুসা এবং দৈনিক মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরী। সম্মাননা গ্রহণ করার পর তারা অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক রীতা ভৌমিক।
প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমীমা হোসাইন এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:৫৪:১০ ১৯৬ বার পঠিত