নজরুল ইসলাম বাবু’র ৫২তম জন্মদিন আজ

প্রথম পাতা » আড়াইহাজার » নজরুল ইসলাম বাবু’র ৫২তম জন্মদিন আজ
রবিবার, ১০ মার্চ ২০১৯



---

নিউজটুনারায়ণগঞ্জঃ আজ সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু’র ৫২তম জন্মদিন। তিনি ১৯৬৭ সালে ১০ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন। দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮২ সালে এস এস সি, ১৯৮৪ সালে শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচ এস সি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং সবশেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ এম এস এস ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৮৮ সালে এরশাদ বিরোধী আন্দোলন করে সাড়ে তিন মাস এবং বিএনপি জোট সরকারের সময় ২০০২ সালে গ্রেফতার হয়ে ডান্ডাবেড়ী পরিহিত অবস্থায় ১১ মাস কারাভোগ করেন। কারান্তরীণ থাকাকালেই ২০০২ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পূর্বে ১৯৯২ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৪ সালে ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি এবং ১৯৯৮ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে যে গ্রেনেড হামলা হয়েছিল সেখানে গুরুতর আহতদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ভাগ্যের জোরে বেঁচে যাওয়া নজরুল ইসলাম বাবু এখন আড়াইহাজার উপজেলার মাটি ও মানুষের আশা-আকাঙক্ষার প্রতীক হয়ে উঠেছেন। ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে তৃতীয়বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে কয়েক হাজার কোটি টাকার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে চিরচেনা আড়াইহাজারকে বদলে দিয়েছেন। আড়াইহাজার প্রেস ক্লাব ও সাহিত্য পরিষদ এবং আলোর পথযাত্রী পরিবারের পক্ষ থেকে উন্নয়নের প্রাণপুরুষ নজরুল ইসলাম বাবুকে জন্ম দিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।

বাংলাদেশ সময়: ১১:৪৪:১৬   ৮৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে শীতবস্ত্র বিতরণ
সাংবাদিকদের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান এমপি বাবুর
আড়াইহাজারের মানুষ ক্ষতিগ্রস্থ হলে সেটা আর পাবো না - এমপি বাবু
শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকবো - মেয়র জাহাঙ্গীর আলম
আড়াইহাজারে ঘর পাবে ৩৫ গৃহহীন পরিবার
সেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এটাই প্রতিজ্ঞা - এমপি বাবু
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামীর পালিয়ে গেছে
আড়াইহাজারে ১২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার
আড়াইহাজারে ৩ ডাকাত গ্রেপ্তার

আর্কাইভ