নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান ক্লাব সদস্যদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান ক্লাব সদস্যদের
রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭



---ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সোয়াশত বছর পূর্তি আগামী বছর। ব্রিটিশ আমলে নির্মিত এক সময়ের ইউরোপিয়ান ক্লাব হিসেবে পরিচিত আজকের নারায়ণগঞ্জ ক্লাবের সোয়াশত বছর পূর্তি জাকজমক পূর্ন পরিবেশের মধ্যদিয়ে পালিত হবে এমনটাই ঘোষনা দিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট তানভীর আহম্মদ দায়িত্ব গ্রহনের পর। আগামী বছর অনুষ্ঠিত বর্ষপূর্তি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিপুল অর্থ ব্যয়ে করার পরিকল্পনাও রয়েছে। এজন্য নতুন ক্লাব পরিচালনা কমিটির সদস্যরা যাতে যোগ্য ও দায়িত্বশীল হয় এজন্য ক্লাব সদস্যরা সচেতন। ইতিমধ্যেই নতুন কমিটি কেমন হবে, কে হবে কমিটি প্রধান এনিয়ে চলছে জল্পনাকল্পনা। নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন নিয়ে শুধু নারায়ণগঞ্জবাসীই নয় বরং দেশের বিভিন্ন ক্লাব তাকিয়ে আছে। ইতিমধ্যে আন্তর্জাতিক মানের টেনিস টূর্নামেন্ট করে তানভীর আহম্মদ, মোফাজ্জল হোসেন মিন্টু, মো: আসলামসহ টেনিস উপ-কমিটির কর্মকর্তারা সাধারন সদস্যদের দৃষ্টি আকর্ষন করেছেন। সোয়াশত বছর পূর্তি উপলক্ষ্যে এবারের নির্বাচন তাই অন্যান্য বারের চাইতে গুরুত্বপূর্ণ। যদিও বিগত কয়েক বছর নির্বাচন হয়নি। এবারের নির্বাচন হওয়াতে সাধারণ সদস্যরাও উজ্জীবিত। তাই এবারের নির্বাচন নিয়ে সাধারণ সদস্যরা চিন্তা ভাবনা করছে বেশি। কেউ কেউ অবশ্য ক্লাবের এই নির্বাচনকে দুই মেরুর নির্বাচন বলে চালানোর অপচেষ্টা করছে। তবে সাধারণ সদস্যরা মনে করে রাজনৈতিক বা সামাজিক অঙ্গনে যার যাই পরিচয় থাক না কেন, ক্লাব অভ্যন্তরে সকলেই এক পরিবারের সদস্য।
এরই মধ্যে নির্বাচন জমে উঠতে শুরু করেছে। গতকাল শনিবার প্রার্থীরা ক্রমিক নাম্বার পাওয়ার পর জোরে সোরে মাঠ চষে বেড়াচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করছেন। ক্লাবে সদস্যদের আনাগুনাও বাড়ছে। তবে এখনো কোন প্রার্থী নিজেদেরকে ক্লাব সদস্য ছাড়া ভিন্ন পরিচয় দেয়নি। যদিও একটি মহল এ নির্বাচনকে ভিন্ন খাতে নিয়ে ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠানকে ম্লান করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রয়েছে। তবে প্রার্থীদের মধ্যে এ ধরণের কোন আচারণ এখনো দেখা যায়নি। ক্লাব সদস্যরা মনে করে নির্বাচন কমিশন যদি কঠোর ভাবে নির্বাচন বিধি মেনে সকল কাজ সম্পন্ন করে তবে আগামী ২৩ নভেম্বর অনুষিতব্য নির্বাচন সুষ্ঠ ও শানিত পূর্ন ভাবে অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ ক্লাব সদস্যরা মনে করে এমন লোকদেরই নির্বাচিত করা উচিত যারা নির্বাচিত হয়ে ক্লাবের উন্নয়ণসহ ক্লাব সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন প্রদানসহ ক্লাবের অনেকটা ম্লান হওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবে। এক্ষেত্রে দায়িত্বশীল ও সমাজে গ্রহণযোগ্য ব্যাক্তিরাই নির্বাচিত হবেন এমনটাই আশা সকলের। ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইউরোপিয়ান ক্লাবের সুনাম এখনো বিশ্বব্যাপী পরিচিত। যা বর্তমানে নারায়ণগঞ্জ ক্লাব হিসেবে সর্বত্র পরিচিত। এবারের নির্বাচনে সভাপতি পদে দুইজন, সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে চারজন ও কার্যনির্বাহী পদে ১৪জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। সভাপতি পদে তানভির আহমেদ ও মোঃ মাহবুবুর রহমান মাসুম, সিনিয়র সহ-সভাপতি পদে ডাঃ এ কে এম শফিউল আলম ফেরদৌস ও মোঃ ইকবাল হাবিব, সহ-সভাপতি পদে, এড. সরকার হুমায়ুন কবির, সেলিম আহমেদ (হেনা), মোঃ মাহফুজুর রহমান খান, শেখ হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আশিক-উজ-জামান, মোঃ আবদুল খালেক, মোঃ আনোয়ার হোসেন, বিপ্লব কুমার সাহা, মোঃ ইদী আমীন ইব্রাহীম খলিল, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মঈনুল হাসান, শামসুদ্দিন আহমেদ, এস.এম. শাহীন, মোঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব মোঃ সেলিম রেজা সিরাজী, সোহেল আক্তার, সজল কুমার রায় ও হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ।
এব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার খালেদ হায়দার খান কাজল জানান, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য করনীয় সব কিছুই করবে নির্বান কমিশন। তবে এ ক্ষেত্রে ক্লাব সদস্যদের সহযোগীতা জরুরী।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:২৬   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ