
রাজশাহী মহানগরে এক হাজার ২০ পিস ইয়াবা ও বিভিন্ন দেশের মুদ্রাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে মহানগরের সাগরপাড়া ছোট বটতলা এলাকার চারতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন- মহানগরের সাগরপাড়া বটতলা এলাকার মৃত নুরুল হকের ছেলে ওমর ফারুক (৪২), জেলার গোদাগাড়ী উপজেলার সাব্দিপুর গ্রামের মাহবুব আলমের ছেলে রকিবুল হাসান সোহাগ (২৮) ও ঢাকার নবাবগঞ্জের চকবাড়ী এলাকার চান মিঞার ছেলে বাপ্পী লাহরি বাপ্পী (২৪)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মহানগর গোয়েন্দা শাখা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান ফোর্স নিয়ে সাগরপাড়ার ওই চারতলা বাড়িতে অভিযান চালান। এসময় এক হাজার ২০ পিস ইয়াবা এবং কষ্টিপাথর সাদৃশ্য পাথর ও বিভিন্ন দেশের কিছু মুদ্রাসহ ওই তিনজনকে আটক করা হয়।
ইফতে খায়ের আলম জানান, বর্তমানে তাদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ২২:০৯:০০ ২৫৪ বার পঠিত