শিশুদের অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ জাগ্রত করার আহবান স্পীকারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশুদের অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ জাগ্রত করার আহবান স্পীকারের
শুক্রবার, ২২ মার্চ ২০১৯



---

ঢাকা ২২ মার্চ, ২০১৯,নিউজটুনারায়ণগঞ্জঃ  বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। জাতির পিতার জন্ম দিবসকে “জাতীয় শিশু দিবস” আখ্যায়িত করার মূল উদ্দেশ্যই হলো শিশুদের অন্তরে বঙ্গবন্ধুর আদর্শকে জাগ্রত করা। তিনি বলেন, টুঙ্গিপাড়ার সেই দিনের ‘খোকা’বর্তমানে ইতিহাসের মহানায়ক — আপোষহীন থেকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের মুক্তির লক্ষ্যে লড়াই সংগ্রামের মাধ্যমে এনেছিলেন বাংলার স্বাধীনতা। কারও দান কিংবা অনুকম্পা নয় –লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা।
আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু- কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প উদ্বোধন পূর্বক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি আ স ম ফিরোজ এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চীফ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি।
---

শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পার্লামেন্ট মেম্বারস ক্লাব এক মহতী উদ্যোগ গ্রহণ করায় ক্লাবের সকল সদস্যকে তিনি ধন্যবাদ জানান। এ ধরনের উদ্যোগের ফলে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে—বঙ্গবন্ধু আজীবন বেচেঁ থাকবেন শিশুদের অন্তরে। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মানে সকল শিশুকে বঙ্গবন্ধুকে ভালবাসতে আহবান জানান তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানলে ও চিনতে পারলে দেশপ্রেম জাগ্রত হবে—যা জাতিকে উন্নত সমৃদ্ধ ঠিকানায় পৌছেঁ দিবে অচিরেই।
এসময় হুইপ মো: আতিউর রহমান আতিক এমপি,এনামুল হক এমপি, মো: হাবিবর রহমান এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু- কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯:১২:৫৩   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ