এমন কোনো অপকর্ম নেই যে খালেদার আমলে হয়নি - তোফায়েল

প্রথম পাতা » ছবি গ্যালারী » এমন কোনো অপকর্ম নেই যে খালেদার আমলে হয়নি - তোফায়েল
শনিবার, ২৩ মার্চ ২০১৯



---

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে স্বাধীনতা ও মূল্যবোধকে ধংস করে স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে স্থান দিয়েছেন। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের মন্ত্রী বানিয়েছেন। যার কারণে আজ বিএনপির এই পতন হয়েছে।

শনিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃতীয় দিনের মত তৃণমূল পর্যায়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরও বলেন, ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এসে দুঃশাসন চালিয়েছে। এমন কোনো অপকর্ম নেই যে খালেদা জিয়ার ওই আমলে হয়নি। তারা এতই দুঃশাসন চালিয়েছে যার কারণে ২০০৮ সালে নির্বাচনে বিএনপি ২৮টি আসন পেয়েছে। আর এবার পেয়েছে মাত্র ৬টি আসন।

তিনি আরও বলেন, ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠবে। ভোলা হবে শিল্প নগরী। ভোলাই হবে সিঙ্গাপুর।

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পদাক জহিরুল ইসলাম নকীব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪১   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ