
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তথ্যপ্রযুক্তিতে এগিয়ে চলছে দেশ। দেশের এই উন্নয়ন-অগ্রযাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা দেশের উন্নয়নে সক্ষমতা অর্জন করেছি। পদ্মা সেতুর মতো একটি সর্ববৃহৎ প্রকল্প কারও সাহায্য ছাড়াই নির্মাণ করতে পেরেছি। আমরা বীরের জাতি। পাকিস্তানের মতো একটি দক্ষ বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছি। আজ পাকিস্তান আমাদের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে। কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না।
রোববার সকালে বগুড়া শহরের করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোস্তাফা জব্বার বলেন, মা-মাটি ও মাতৃভাষার সঙ্গে কোনো আপস নেই। যারা এর বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশকে যখন ধ্বংসস্তূপ থেকে বের করতে যাচ্ছিলেন, ঠিক তখন ঘাতকের বুলেটের আঘাতে জাতির জনককে প্রাণ দিতে হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মকবুল হোসেন, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই ও কলেজের অধ্যক্ষ ছামসুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৯ ২৪৭ বার পঠিত