
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাত দিনের সরকারি সফরে আগামী ৩ এপ্রিল বুধবার সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সফরকালে তিনি সিঙ্গাপুরের চিফ অফ ডিফেন্স ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়াও তিনি চাংগি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ বেশ কিছু সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
আগামী ৭ এপ্রিল সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন এবং আগামী ৯ এপ্রিল রাতে দেশে ফিরে আসবেন।
বাংলাদেশ সময়: ২২:১৯:৪৭ ১৯৩ বার পঠিত