মধুখালী প্রতিনিধি: ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার বনমালিদিয়া এলাকায় সরকারি আইনউদ্দিন কলেজের সম্মুখে আবুল কাশেম দলু মিয়ার পুকুরে অস্বাভাবিক একটি বস্তা ভাসতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ইট বাঁধা বস্তার মধ্য থেকে একটি লাশ উদ্ধার করে।
সংবাদ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন লাশটি মেছড়দিয়ার মোড়ের সিদ্ধ ডিম বিক্রেতা মো. জনি (১৯) এর বলে নিশ্চিত করে। নিহত জনি মধুখালী পৌরসভার বনমালদিয়া গ্রামের মো. জলিল শেখের পূত্র মর্মে জানা যায়।
মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
প্রকাশ থাকে, নিহত জনি শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১১:০৫:৪৩ ৫৮২ বার পঠিত