
১৫ই মার্চ নিউজিলান্ডে মসজিদে ৫০ জনের হত্যার পর সে দেশের আইনজীবীরা মিলিটারি স্টাইলের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ বলে আইন পাশ করেছেন । বুধবার ১১৯-১ ভোটে এই আইনটি পাশ হয়, যার আওতায় এখন বেশির স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র বেআইনি বলে ঘোষণা করা হোল । আগ্নেয়াস্ত্র নীতির বেলায় এই আইনের ঘোষণা সে দেশে অভাবনীয় এক পরিবর্তন।
প্রধানমন্ত্রী জেসিন্দা আরডার্ন ১৬ই মার্চ হত্যাকাণ্ডের ৬দিন পর সামরিক স্টাইলের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন, এই আইন পাশে যা পরিপূর্ণ রূপ নিলো।
বাংলাদেশ সময়: ১৪:২৫:২৮ ১৬৬ বার পঠিত