তানজিলের কোরিওগ্রাফিতে বৈশাখ মাতাবেন পূর্ণিমা-নুসরাত ফারিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » তানজিলের কোরিওগ্রাফিতে বৈশাখ মাতাবেন পূর্ণিমা-নুসরাত ফারিয়া
রবিবার, ১৪ এপ্রিল ২০১৯



---

রুপালী পর্দার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্নিমা । ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্র দিয়ে রুপালী পর্দায় অভিষেক তার। তারপর থেকেই তিনি মুগ্ধতার নাম।

আর হালের ক্রেজ নুসরাত ফারিয়া। চলচ্চিত্রে তিনি দুই বাংলায় ব্যস্ততা নিয়েই পথ চলছেন।

দুই প্রজন্মের এই দুই তারকাকে নিয়ে বৈশাখী উৎসবে হাজির জনপ্রিয় কোরিওগ্রাফার তানজিল আলম। তার কোরিওগ্রাফিতে আজ ১৪ এপ্রিল ঢাকাস্থ রুপগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে পারফর্ম করবেন পূর্ণিমা। লাখো দর্শক মাতাতে তার সঙ্গে থাকবে ঈগলস ডান্স কোম্পানীর একঝাক নৃত্য শিল্পীরাও।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘রুপালি পর্দা হোক আর তা মঞ্চ হোক তানজিল সবসময়ই নতুন নাচ এবং কোরিওগ্রাফি উপহার দেয় দর্শকের । আমি প্রায় ১০ বছরের অধিক সময় ধরে তানজিলের সাথে কাজ করছি। তার সাথে কাজের অভিজ্ঞতা বরাবরই সুন্দর। আশা করছি আজ ভাল একটি অনুষ্ঠান হবে।’

অন্যদিকে আজ নুসরাত ফারিয়াকে দেখা যাবে ফরিদপুরে বৈশাখ উপলক্ষে আয়োজিত মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক সন্ধ্যায়। সেখানে লাখো দর্শকের মন মাতাবেন তিনি নাচে গানে। তানজিলের কোরিওগ্রাফিতে তার সঙ্গে নাচ পরিবেশন করবেন ঈগলস ডান্স কোম্পানীর একঝাক নৃত্য শিল্পীরা ।

এপ্রসঙ্গে ফারিয়া বলেন, ‘তানজিল ভাইয়ের কোরিওগ্রাফিতে ঈগলস্ ডান্স কোম্পানীর সাথে কাজ করতে আমি বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি। একটি ভালো অনুষ্ঠানের প্রত্যাশা করছি।’

কোরিওগ্রাফার তানজিল আলম বলেন, ‘দুই প্রিয় নায়িকা দুটি প্রোগ্রামে আমার কোরিওগ্রাফিতে পারফর্ম করছেন আজ এটা সত্যি দারুণ একটি ব্যাপার আমার জন্য। চমৎকার কিছু গান ও মিউজিকে প্রিয় দুই নায়িকা ভক্তদের মন মাতাবেন। রুপগঞ্জ ও ফরিদুপুরবাসীদের নববর্ষ বরণ আনন্দের হোক।’

বাংলাদেশ সময়: ২০:০২:৫৮   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ