ফরিদপুরে হত্যাচেষ্টা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নাম মুরাদ শেখ।
নগরকান্দা উপজেলার আটাই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার।
জানা যায়, ২০১৬সালের ২৪ নভেম্বর আসামি নগরকান্দা উপজেলার আটাইল বাজারে ইয়ার আলী, তার ভাই খোরশেদ আলী গোবাজিয়া ও ভাগ্নে সোলাইমান মাতুব্বরের ওপর হামলা চালিয়ে গরুতর আহত করে। এ ঘটনায় মামলা দায়েরের পর পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫২ ৩৭৬ বার পঠিত