
রাজধানীর বাড্ডা এলাকায় বিলাসবহুল একটি পাজেরো গাড়ি থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ জব্দ করেছে র্যাব। এ ঘটনায় আটক করা হয়েছে শিপন মিয়া নামে এক যুবককে। বৃহস্পতিবার দুপুরে এসব মাদক জব্দ করা হয়।
র্যাব-১ এর এএসপি মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাড্ডা এলাকায় কয়েকজন কারবারি মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন খবরে স্থানীয় তাপস কমিশনারের বাড়ির সামনে অবস্থান নেয় র্যাব। পরে একটি পাজেরো গাড়িতে তল্লাশি চালিয়ে ৭২০ ক্যান বিয়ার, ২৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটক করা হয় শিপন নামে এক যুবককে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পাজেরো গাড়িটিও জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে শিপন জানিয়েছে সে একজন অটোরিকশা চালক। একবছর আগে রাজধানীতে এসেছে। অটোরিকশা চালানোর পাশাপাশি সে মাদক ব্যবসা করতো। শাহাব উদ্দিন নামে এক চালক তাকে বিলাসবহুল পাজেরো গাড়িতে মাদক পরিবহনের সুযোগ করে দিতো।
বাংলাদেশ সময়: ২১:২৫:০৯ ১৬৩ বার পঠিত