আড়াইহাজারে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭



---আড়াইহাজারে দেশীয় অস্ত্র এবং জঙ্গীবাদী লিফলেট সহ নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে থানাধীন ইবারদী ষ্ট্যান্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে কাওসার (৩২) ও মশিউর রহমান ওরফে জীবন (২৮)। জাহিদুল ইসলাম ওরফে কাওসারের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে ও মশিউর রহমানের গাইবান্ধার সদরে।

র‌্যাবের এএসপি শাকিল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহিদুল ইসলাম ওরফে কাওছার ২০০৪ সালে রাজধানীর একটি স্কুল থেকে এসএসসি পাশ করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত। সে ২০০৪ সালে জনৈক জুয়েল এর মাধ্যমে জেএমবি’তে যোগদান করে এবং জেএমবির শীর্ষ স্থানীয় জঙ্গী নেতা আরাফাত রহমান সানির মাধ্যমে জেএমবির সামরিক শাখার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে আত্মঘাতী গ্রুপে নাম লেখায়। পরবর্তীতে জেএমবি দমনের কারণে সে আত্মগোপনে চলে যায়। পরে ২০০৭ সালে তার এক বাল্য বন্ধুর মাধ্যমে হিযবুত তাহরীহতে যোগদান করে ২০০৭ সালে থেকে ২০০৯ সাল পর্যন্ত সক্রিয় সদস্য হিসেবে কাজ করে। ইতিপূর্বে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া মাওলানা ইসহাকের মাধ্যমে সে ২০১০ সাল থেকে পুনরায় জেএমবিতে কাজ করা শুরু করে এবং মোহাম্মদপুরের বছিলায় জসিম উদ্দিন রাহমানীর মসজিদে যাতায়াত করতে থাকে। ইতিপূর্বে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া সৈয়দ রায়হান কবির ওরফে রায়হান ওরফে বাবুর মাধ্যমে সে ২০১৫ সালে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এ যোগদান করে এবং আনসার আল ইসলামের হয়ে কাজ করতে থাকে।

অন্যদিকে মোঃ মশিউর রহমান ওরফে জীবন ২০১১ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে এসএসসি পাশ করে ফার্নিচারের দোকানে কাজ শুরু করে এবং ২০১৩ সালে জনৈক লিটন এর সাথে পরিচয় এবং ঘনিষ্ঠতার মধ্যদিয়ে জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত হয় এবং লিটন এর মাধ্যমে ঢাকার নন্দী পাড়াস্থ কোরআন সুন্নাহ একাডেমী মসজিদ এ যাতায়াত শুরু করে এবং মসজিদের খতিব শায়েখ আরিফ এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী হয়। ঐ মসজিদে বিভিন্ন জঙ্গী যাতায়াতের মধ্য দিয়ে সংগঠনের একাধিক সদস্যের সাথে তার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। তার বাসায় জঙ্গী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত একাধিক মিটিং হয়েছে বলে সে স্বীকার করেছে এবং তার বাসায় সাজিদ নামের এক জঙ্গী নেতা স্ত্রীসহ অনেক দিন আত্মগোপনে ছিল বলে সে স্বীকার করে। পরবর্তীতে ২০১৬ সালের শেষের দিকে সে জনৈক শিপন এর মাধ্যমে আনসার আল ইসলামে (আনসারুল্লাহ বাংলা টিম) যোগদান করে কাজ করতে থাকে।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:১১   ৪৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে শীতবস্ত্র বিতরণ
সাংবাদিকদের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান এমপি বাবুর
আড়াইহাজারের মানুষ ক্ষতিগ্রস্থ হলে সেটা আর পাবো না - এমপি বাবু
শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকবো - মেয়র জাহাঙ্গীর আলম
আড়াইহাজারে ঘর পাবে ৩৫ গৃহহীন পরিবার
সেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এটাই প্রতিজ্ঞা - এমপি বাবু
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামীর পালিয়ে গেছে
আড়াইহাজারে ১২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার
আড়াইহাজারে ৩ ডাকাত গ্রেপ্তার

আর্কাইভ